বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন আহত হয়েছেন। দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট।
আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে ওক দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- তরমুজের পাইকার আঃ সোবাহান (৫৫) পিকআপ চালক মোঃ সোলায়মান (২২)।
আহত সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তরমুজ বোঝাই করে একটি পিকআপ (বরিশাল মেট্রো ন-১১-০২৮৩) বিক্রির জন্য পাইকার সোবাহান জেলা শহর বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে পৌছাইলে পিকআপ চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে ফেলে দেয়। এতে পিকআপে থাকা দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট হয়ে যায়। স্থাণীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
স্থাণীয় প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, মোড় ঘোড়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে তরমুজ বোঝাই পিকআপটি সড়কের পাশে খাদে গিয়ে উল্টে পড়েছে।
আহত তরমুজের পাইকার আঃ সোবাহান জানান, দূর্ঘটনায় আমার দুই লক্ষাধিক টাকার তরমুজ নষ্ট হয়ে গেছে। আমি পথে বসে গেছি।