Can't found in the image content. কেন সবকিছুতেই বিরক্ত হচ্ছেন নুসরাত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কেন সবকিছুতেই বিরক্ত হচ্ছেন নুসরাত

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ৩১, ২০২৪

কেন সবকিছুতেই বিরক্ত হচ্ছেন নুসরাত
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মালিয়ারা টিকিট পেলেও বাদ পড়েছেন নুসরাত জাহান। বসিরহাটের সাংসদকে এবারে কোনো টিকিট দেওয়া হয়নি দলের তরফে। 

অন্যদিকে উপনির্বাচনে সায়ন্তিকা টিকিট পেলেও, নুসরাত পাননি। ফলে বেশ বোঝা যাচ্ছে যে তিনি দলে ব্যাকফুটে আছেন। আর এসব ঘটনার কারণেই কি তিনি দলের ওপর বিরক্ত?

এদিন নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন। সেখানে কাভি খুশি কাভি গম ছবির সেই আইকনিক সংলাপ শোনা যাচ্ছে। করণ জোহর পরিচালিত সেই ছবিতে পু ওরফে পূজা ওরফে কারিনা কাপুরের বলা একটি বিখ্যাত সংলাপ বলছেন নুসরাত। যা দেখছেন সেটা দেখেই তিনি হোয়াটএভার বলছেন বারবার। 

এতেই অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে। তবে কি অভিনেত্রী সবকিছুতেই বিরক্ত। আর এসবের নেপথ্যে কি টিকিট না পাওয়ার ক্ষোভ লুকিয়ে রয়েছে? উঠছে প্রশ্ন।