লালমনিরহাটের আদিতমারীতে এক ব্যক্তির বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যক্তির ছেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ওই যুবক।
জানা গেছে, প্রায় ৩ মাস আগে প্রতিবেশি এক নারীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন ওই যুবক। কাজ করায় দিনের বেলায় বাড়ির বাইরে থাকেন তিনি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ভুক্তভোগী গৃহবধূকে কয়েক দফা ধর্ষণ করেন তার শ্বশুর। একপর্যায়ে বিষয়টি তার স্বামী ও শাশুড়িকে জানান ভুক্তভোগী গৃহবধূ।
এদিকে রোববার (৫ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ভুক্তভোগী গৃহবধূর স্বামী। পরে তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত ৭ দিন ধরে ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি আমি স্বামী ও শাশুড়িকে বলি। তারা প্রথমে বিশ্বাস করেনি আমার কথা। পরে শেষ দিন আমার স্বামী নিজেই বিষয়টা দেখে ফেলেন। এই রাগে সে বিষপানে আত্মত্যার চেষ্টা করেছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।