Can't found in the image content. গোবিন্দগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

গোবিন্দগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০২৪

গোবিন্দগঞ্জে ৫৩৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫৩৫ পিস ইয়াবাসহ রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব গাইবান্ধা-১৩,

গ্রেফতারকৃত আসামী রেজাউল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া গ্রামের মৃত আফসার আলীর পুত্র।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে দক্ষিণ পাটোয়া মালেনিপাড়া অভিযান পরিচালনা করে। এ সময় রেজাউল মিয়ার কাছে থাকা ৫৩৫ পিস ইয়াবা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।