"রাখিবো মান,হবো মহিয়ান "এই স্লোগান কে সামনে রেখে ঢাকায় বসবাসরত দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ফুলবাড়ী সমিতি-ঢাকা এর আড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি।
আয়োজক কমিটি জানিয়েছেন,আগামী ২৩শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ফুলবাড়ী সমিতি ঢাকার আয়োজনে, ঢাকার বেড়িবাধ রোড, মিরপুর-১, তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। চলবে সারাদিন আনন্দঘন পরিবেশে জমজমাট আড্ডা আর খেলাধুলা ও সংগিতা অনুষ্ঠান।সেদিন একদিনের জন্য তামান্না পার্ক হবে ফুলবাড়ী।
আয়োজকরা জানিয়েছেন,ঢাকাস্থ্য ফুলবাড়ী উপজেলার যে কোনো বাসিন্দা রেজিস্টেশনের মাধ্যমে এই মিলনমেলায় অংশগ্রহন করতে পারবেন।
এ উপলক্ষে শুরু হয়েছে রেজিষ্টেশন কার্যক্রম,যা আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে । রেজিষ্টেশন ফি জনপ্রতি ৮০০টাকা।
রেজিস্টেশনকৃত সদস্যরা পাবেন,একটি টোকেন। প্রতিটি টোকেনে থাকবে তিনটি অংশ । অনুষ্ঠানের দিন সাকাল ৮টায় টোকেনের এক অংশ জমা দিয়ে পার্কে প্রবেশ করতে হবে। বাকি অংশে থাকবে সকালের নাস্তা ও দুপুরের খাবারের ব্যাবস্থা এবং আকর্ষনীয় উপহার।
রেজিস্টেশনের জন্য যোগাযোগ
১। মোঃ হামিদুল হক চৌধুরী-০১৭১২০৪৯৯৮৮
২। মোঃ মহিউদ্দিন কাদের-০১৭১১৩৫২৬২৬
৩। মোঃ ফারুক রিজবী-০১৮৮০৫০০৫০০
৪। মোঃ শাহজাহান মন্ডল লিটন (ওসি)-০১৭১৬২৯৫১১৭
৫। মোঃ মিলন-০১৭১১১৯৬৩১২
৬। মোঃ জাকারিয়া-০১৯১৪০৯৯৩৬০
৭। মোঃ মতিয়ার-০১৭১২৬৮৯৭১৭
৮। মোঃ রাশেদুল ইসলাম-০১৭১৯৮৭৪৬৮৮
৯। মাহাবুব আলম হিরা-০১৯১১২৮২৯০৮
১০। সুশান্ত-০১৯১২১৬৪২৩৫