ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের সাথে এম্বুলেন্সের ধাক্কা, ড্রাইভার সহ আহত ৫

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৪

ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের সাথে এম্বুলেন্সের ধাক্কা, ড্রাইভার সহ আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের সাথে একটি বেসরকারি ক্লিনিকের এম্বুলেন্সের ধাকা লেগে এম্বুলেন্স ড্রাইভার,তিনজন ভ্যান যাত্রী ও এক মোটরসাইকেল আরহী সহ পাচ জন আহত হয়েছেন। এ ঘটনায় ফজলুল হক দিলু( ৪৫) নামে ট্রাক চালক সহ ট্রাকটি থানায় আটক রয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ দুঘটনা ঘটে।

আহতরা হলেন, এম্বুলেন্স ড্রাইভার রোমেন আলী (২৪),ভ্যান যাত্রী এজানুর( ৫০) সবুজ আলী(৩৮),দুলালি বেগম(৬৫) এবং মোটরসাইকেল আরহী চন্দন রায় (৪০)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা মা বাবার দোয়া (ঢাকা মেট্রো ২৪-৩৩৮২) একটি চাল বোঝাই ট্রাক পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সামনে এলে দিনাজপুর-ঘোড়াঘাট মেইন সড়কের পাশে একটি ট্রাক দাড়িয়ে ছিল। এসময় দাড়িয়ে থাকা ট্রাকটিকে ক্রসিং করার সময় অপরদিক থেকে (ঢাকা মেট্রো ঠ-১১-৪২৮৫)একটি বেসরকারি ক্লিনিকের এম্বুলেন্স ক্রসিং করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে সামনের দিক দুমড়ে মুচড়ে যায়।

এসময় এম্বুলেন্সের পিছনে থাকা একটি মোটরসাইকেল ও একটি ভ্যান রিক্সা ধাক্কা লেগে মোটরসাইকেল আরহী এবং ভ্যান যাত্রী ও এম্বুলেন্স ড্রাইভার আহত হয়। আহতদের স্থানীরা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এম্বুলেন্স ড্রাইভারের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে  ট্রাকসহ চালক কে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটাস্থল থেকে  ট্রাকটি থানা হেফাজতে এনে রাখা হয়েছে। চালক আটক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।