আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও পায় নতুন রূপ।
শুধু প্রেমিক-প্রেমিকার জন্যই নয় এদিনে বাবা-মা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যেও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হবে দিনটি। অনেকেই রঙিন পোশাক ও সাজসজ্জা করে প্রিয়জনের সাথে ঘুরাঘুরি করে কাটাবেন দিনটি।
ইতিহাসবিদদের মতে, বেশ কয়েকটি কারণে এ দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ধরা হয়। তার মধ্যে খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম করা হয় ভ্যালেন্টাইন্স ডে।