Can't found in the image content. মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আমতলী পৌরসভা নির্বাচন

মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৪

মেয়র পদে ১০ কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মনানয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী ।

আমতলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন মনে পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলো বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান, মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার, মো. আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন মৃধা, নুসরাত জাহান লিমু, কামাল মৃধা, আবদুল্লাহ আল মামুন, মো. ইফতেকার হাসান ও জেসিকা তারতিল যুথি।

সংরক্ষিত ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন ও সাধারন ৯টি ওয়ার্ডে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।

নির্বাচনে প্রার্থীতা বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ে বাদ পরাদের আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ভোট গ্রহন করা হবে ৯ মার্চ।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মেয়র পদে ১০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ এবং সাধারন কাউন্সিলর পদে ৪৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।