বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মনানয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী ।
আমতলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন মনে পত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলো বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান, মো. জিল্লুর রহমান রুবেল মোক্তার, মো. আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন মৃধা, নুসরাত জাহান লিমু, কামাল মৃধা, আবদুল্লাহ আল মামুন, মো. ইফতেকার হাসান ও জেসিকা তারতিল যুথি।
সংরক্ষিত ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯ জন ও সাধারন ৯টি ওয়ার্ডে ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন ।
নির্বাচনে প্রার্থীতা বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, বাছাইয়ে বাদ পরাদের আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি, ভোট গ্রহন করা হবে ৯ মার্চ।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী জানান, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত মেয়র পদে ১০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ এবং সাধারন কাউন্সিলর পদে ৪৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।