বলিউডে কিছুদিন আগে ‘দ্য আর্চিজ’ নামে জোয়া আখতার পরিচালিত একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মাধ্যমে বলিউডে একাধিক ‘স্টার কিড’র অভিষেক ঘটেছে।
তারা হলেন সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর প্রমুখ। এদের মধ্যে সুহানা খান হচ্ছেন শাহরুখ খানের মেয়ে, অগস্ত্য হলেন অমিতাভ বচ্চনের নাতি ও খুশি কাপুর হলেন শ্রীদেবীর মেয়ে।
আগেও স্টার কিডদের সুযোগ সুবিধা প্রদান নিয়ে বলিউডে বেশ বিতর্ক ছিল। এবার ‘আর্চিজ’র পর নতুন করে সেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
বলা হচ্ছে, দর্শকদের আগ্রহ না থাকলেও স্টারকিডদের নিয়েই মাতামাতি করেন অনেকে। আর এ বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান। যিনি নিজেও একসময় স্টার কিড ছিলেন। বর্তমানে নিজেই স্টার।
আবার তার ও কারিনার দুই সন্তান বর্তমানে ‘স্টার কিড’ হিসাবেই পরিচিত।
সাইফ বলেন, স্টার কিড নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। তাই তো তাদের নিয়ে নির্মাতা বা প্রযোজকরা কাজ করার উৎসাহ পান। এই মন্তব্যের মাধ্যমে মূলত দর্শকদের ঘাড়েই দায় চাপালেন সাইফ। অবশ্য তিনি বিষয়টি পরিষ্কারও করে দিয়েছেন।
জানিয়েছেন, তার দুই সন্তান তৈমুর এবং জাহাঙ্গির আলি খান বা জেহকে সবসময়ই ক্যামেরা ফলো করে। যেখানে যায়, যা করে সব কিছুই ফ্রেমবন্দি করা হয়। কাল যদি কেউ ওদের নিয়ে সিনেমা বানাতে চায় সেটা তো অবাক হওয়ার মতো কোনও বিষয় নয়। তাই আমাদের আগে ভাবতে হবে কেন এই আগ্রহ, কোথা থেকেই বা আসে?