ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

সেন্টমার্টিন দ্বীপের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সালাম'র ইন্তেকাল

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

সেন্টমার্টিন দ্বীপের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সালাম'র ইন্তেকাল
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস  সালাম (৭৫) ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বি.আর.বি. হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ঠা ডিসেম্বর শনিবার সকালে ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত্যু বরন করেন। 

তিনি সেন্টমার্টিন ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার,  ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি ও সেন্টমার্টিন বি এন ইসলামিক স্কুল এন্ড কলেজের অন্যতম  প্রতিষ্ঠাতা ছিলেন।

তাঁর মৃত্যুতে সামাজিক, রাজনীতিক ও সাংবাদিক সংগঠন টেকনাফ সাংবাদিক ফোরাম'র নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দরা মরহুমের আত্মারমাগফিরাত কামনা করে শোকাহত পরিবারে প্রতি গভীর শোকও সমবেদনা জানিয়েছেন।

এদিকে মরহুমের ছোট ছেলে মো. আলমগীর মুঠোফোনে জানান, আজ ঢাকা থেকে লাশ আনা হবে এবং ৫ ডিসেম্বর রবিবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে সেন্টমার্টিনে দাফন করা হবে।