ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড

কলেজের যুগপূর্তিতে লক্ষ্মীপুরে তাসরিফ খান

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৫, ২০২৪

কলেজের যুগপূর্তিতে লক্ষ্মীপুরে তাসরিফ খান
লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের এক যুগপূর্তি অনুষ্ঠানে এসেছে দেশের জনপ্রিয় ব্রান্ড কুঁড়েঘর ও পরিচিত মুখ তাসরিফ খান।

রবিবার (৪ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে দেখা যায় এই তারকা ও তার দলকে।

তিনি বলেন, প্রিন্সিপাল কাজী নুরুল ইসলাম স্যারের নাম শুনেছি। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের যুগপূর্তি উৎসবে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ।

চতুর্থ দিনের দ্বিতীয় পর্বে তাসরিফ খান ও তার দল প্রদর্শন করে বেশ কয়েকটি শ্রুতিমধুর গান।

তাসরিফ খানের আগমনে উচ্ছ্বসিত হয়ে সাবেরা এশা নামের একজন বলেন, আমি তাসরিফ খানের অনেক বড় ভক্ত। তিনি গুনী মানুষ, গানের মানুষ। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের তরফ থেকে আমরা তার কাছে কৃতজ্ঞ।

কুঁড়েঘর সুত্র জানায়, দীর্ঘদিন আগে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সময় বের করে তাসরিফ খান এখানে এসেছেন। সুন্দর উপস্থাপনার জন্য তারা আগেই প্রস্তুতি নিয়েছেন। 

প্রতিষ্ঠান সুত্র জানায়, চারদিনের অনুষ্ঠান মুলত এক যুগপূর্তি ও দ্বিতীয় পুনর্মিলনী উৎসব। প্রথমদিন বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা, দ্বিতীয় দিন খেলাধুলা, তৃতীয় দিন দুটি অধিবেশনের অনুষ্ঠান, চতুর্থ ও শেষ দিন সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের আগমন ঘটে।

শেষ দিনের এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাবেক-বর্তমান শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অতিথিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।