টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সার্থক রায় (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক তানজিল হাসান ইমরান (২৫) নামের আরেকজন।
রবিরার(৪ ফেব্রæয়ারি) দুপুরে ঢাকা-জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্থক রায় পৌর শহরের চালাষ ভদ্রবাড়ী এলাকার কমল রায়ের ছেলে এবং আহত ইমরান সরদারপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে। এরা সম্পর্কে একে অপরের বন্ধু।
প্রত্যক্ষদর্শ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে সার্থক ও ইমরান কেন্দুয়া সড়ক হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলো। এ সময় সামান থেকে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। সার্থক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে ট্রাকের চাক্কা যায়। এতে চাকার পিষ্টে ঘটনাস্থলেই মারা যায় সার্থক এবং গুরুতর আহত হয় ইমরান।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে।’’