Can't found in the image content. বরগুনায় অবৈধ লটারী বিক্রির দায়ে ৫ জনকে অর্থদণ্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

বরগুনায় অবৈধ লটারী বিক্রির দায়ে ৫ জনকে অর্থদণ্ড

বরগুনা প্রতিনিধি | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৩, ২০২৪

বরগুনায় অবৈধ লটারী বিক্রির দায়ে ৫ জনকে অর্থদণ্ড
বরগুনায় অবৈধ লটারীর টিকিট বিক্রির সময় ৫জনকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে  অর্থদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী)  রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

উপজেলা ভূমি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে,  গত ২৭ জানুয়ারী সদর উপজেলার ক্রোক বিসিক শিল্প নগরী মাঠে শিল্প ও বানিজ্য ২০২৪ অনুষ্ঠিত হয়। একটি চক্র মেলায় প্রবেশ টিকিটের নামে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত লটারী টিকিট বিক্রয় করে আসছিলো। বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে   বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা পৌর শহরের মাছ বাজারের সামনে লটারী বিক্রি করার সময় পাঁচটি লটারীবক্সসহ ৫জনকে হাতেনাতে আটক করে রাত ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ জনপ্রতি পাঁচ হাজার করে মোট পচিশ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট চন্দন কর।

অর্থদণ্ডে দন্ডিতরা হলেন, মাগুরা সদরের আলেকের ছেলে আকাশ,  বরগুনা সদর উপজেলার জাকির হোসেনের ছেলে ফাইজুল, লক্ষ্মীপুরের আসাদুজ্জামানের ছেলে অহিদুজ্জামান, খুলনার মুনসী জুবায়েরের ছেলে মুত্তাকিন ও মিজানুর রহমানের ছেলে আদনান।

উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট চন্দন কর বলেন, অবৈধভাবে লটারী বিক্রির সময় আমরা পাঁচ জনকে আটক করি। প্রত্যেককে পাঁচ হাজার করে পাঁচজনকে মোট পঁচিশ হাজার টাকা  অর্থদন্ড দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।