দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তদানে উদ্বুদ্ধকরন সভা ও ফ্রী ব্লাড গ্রুপ পরিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩ টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ফুলবাড়ী থানা পেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুস্তাফিজার রহমান, গোলাম মোস্তফা জিএম পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক তোজাম্মেল হক।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, ফুলবাড়ী মানব সেবা সংগঠনের উদ্যোক্তা সোহাগ কিবরিয়া, আসার আলো ব্লাড ব্যাংকের পরিচালক হৃদয়, ডক্টর সার্ভিস ইন রংপুর এর সাধারণ সম্পাদক নুর ইসলাম নীরব, ফুলবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংগঠনের পরিচালক মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন টিএম হেলথ কেয়ার ও আরিফ ফুড এ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস। ব্লাড গ্রুপ টেস্টে সার্বিক সহযোগিতা করেন নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার।
শেষে সাংবাদিক আল আমিন বিন আমজাদকে সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।
আরিফ ফুড এন্ড কনজমার প্রোডাক্ট এর সত্বাধিকারী আরিফুল ইসলাম আরিফকে ফুলবাড়ী ব্লাড ব্যাংকের সভাপতি নির্বাচিত করা হয় ও অপু আহমেদ সনি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।