লক্ষ্মীপুরের রায়পুরে আটরশি দরবারের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৪ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবারের ভক্ত, অনুসারীদের মাঝে পবিত্র মিশন ও দাওয়াত নামা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রবিবার (২৮শে জানুয়ারি) সকালে একটি ইসলামি জলসার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর ও জেলা সদরের কয়েক হাজার মুরিদ,ভক্ত ও কর্মীবৃন্দ দলে দলে যোগদান করেন জেলা পরিষদ অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে।
পবিত্র মিশন ও দাওয়াত নামা বিতরণ অনুষ্ঠানের মধ্যভাগে দুপুর দেড়টায় উপজেলার প্রধান প্রধান সড়কে দাওয়াতি র্যালী করে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ লক্ষ্মীপুর জেলা শাখা। জানা যায়, ফেব্রুয়ারীর ১৭,১৮,১৯ ও ২০ তারিখ চারদিনের ইসলামি মহা পবিত্র বিশ্ব উরস শরীফের আয়োজন করেছে দেশের প্রখ্যাত আটরশি দরবার কতৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আধ্যাত্বিক সাধক শাহানশাহে তরিকত বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কূঃছেঃআ) দরবার কর্মী গ্রুপের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য মিশন প্রধান নাসিমুল গনি নয়ন। পাশাপাশি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা আশরাফ বিল্লা ওসমানী আল আজহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মিশন প্রধান ও কেন্দ্রীয় যুব কর্মী গ্রুপের প্রধান আইনুল হক মুন্না। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রায়পুর বড় মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ নেছারী। কেন্দ্রীয় ছাত্র কর্মী প্রধান শহিদুল্লাহ বাবু। চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় সাইদুল হাসান সজীব। লক্ষ্মীপুর জেলা কর্মী প্রধান সিরাজউল্লাহ মাষ্টার। রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী, এম এ রহিম প্রমূখ।
আয়োজিত দাওয়াত নামা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও চট্রগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের চিফ কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্।
প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল নয়ন বলেন, উরসে যাবেন। খাজাবাবার দরবারে কেউ ফেরেনা খালি হাতে। আমি জন্মগতভাবে খাজাবাবার মুরিদ। আমার বাবাও মুরিদ ছিলেন। সত্য তরিকার সত্য ও নেক পথ প্রদর্শক ছিলেন হুজুর কেবলা।
সভাপতির বক্তব্যে কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্ বলেন, এই বাংলাদেশ ওলী-আউলিয়াদের উর্বর ভূমি। আল্লাহর ওলীদের কেরামত অবশ্যই সত্য। আমাদেরকে ছবক দিয়েছেন যিনি তিনি খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী। তিনি জিন্দাওলী। কালবের জিকির জারি করতে তিনি আমাদের ছবক দিয়েছিলেন। সত্য তরিকার সত্য পথ প্রদর্শক ছিলেন খাজাবাবা ফরিদপুরী। আমরা তার জন্য মন-প্রাণ বিলিয়ে দিয়েছি-দিচ্ছি। কোটি কোটি ভক্ত,মুরিদানদের সমাগম ঘটবে আগামী ১৭,১৮,১৯ ও ২০ শে ফেব্রুয়ারী ইনশাআল্লাহ। উরস শরীফের লোক সমাগম প্রমাণ রাখে খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদীর সত্য পথের।
পরে বিকেল পাঁচটায় তবররক ও দাওয়াতি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।