Can't found in the image content. ব্যবসায় নামলেন সানি লিওন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ব্যবসায় নামলেন সানি লিওন

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

ব্যবসায় নামলেন সানি লিওন
অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত অনেক বলিউড তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন সানি লিওন। নীল দুনিয়াকে অনেক আগেই বিদায় জানিয়েছেন সানি। অভিনয় থেকে রিয়েলিটি শো কিংবা আইটেম গানে বেশ জনপ্রিয় তিনি। এবার শুরু করলেন জীবনের নতুন ইনিংস। হোটেল ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। তবে মুম্বাইতে নয়, নয়ডাতে চকচকে এক হোটেল খুলে ফেলেছেন সানি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় ঝাঁ চকচকে এক রেস্তোরাঁ খুলেছেন সানি। নাম দিয়েছেন 'চিকা লোকা'।

ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে তাকে।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’ সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।