Can't found in the image content. জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ২১, ২০২৪

জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ঘন কুয়াশা ও উত্তরে তীব্র হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।   

জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ সত্যতা নিশ্চিত করেছেন।

যুগান্তরকে তিনি জানান, জয়পুরহাট জেলায় আবহাওয়া অফিস নেই। তবে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের তথ্যানুসারে, জয়পুরহাটের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। সে কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী, জয়পুরহাট জেলা মাধ্যমিক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজ রোববার এবং আগামীকাল (দুদিনের জন্য) জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

তিনি জানান, রোববার (আজ) ভোর থেকে জয়পুরহাট জেলায় ঘন কুয়াশা ও তীব্র শীত আগের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে। এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।