Can't found in the image content. টেকনাফে ৪০০০ জন হতদরিদ্র শীতার্ত শিশু পরিবারে শীত বস্ত্র বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে ৪০০০ জন হতদরিদ্র শীতার্ত শিশু পরিবারে শীত বস্ত্র বিতরণ

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০২৪

টেকনাফে ৪০০০ জন হতদরিদ্র শীতার্ত শিশু পরিবারে শীত বস্ত্র বিতরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুই ইউনিয়নের  আওতাধীন ৪০০০ জন শীতার্ত নিবন্ধিত হতদরিদ্র শিশু পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন গুলো হচ্ছে টেকনাফ সদর ও বাহারছড়া।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়ার সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর বিসিকের সভাপতিত্বে, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদের সঞালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিশু কর্মকর্তা আল শাহরিয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি শুভাশীষ চাকমা, উজ্জল প্যাট্রিক কোরাইয়া প্রমুখ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী বলেন, এই শীতের উপযোগী সময়ে হতদরিদ্র শিশু পরিবারে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ একটি মহতী উদ্যোগ। এভাবে গরীবদের পাশে ধনাঢ্যরাও এগিয়ে আসলে অনেকের কষ্ট লাঘব হবে। তিনি সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে অসহায়দের পাশে এগিয়ে আসার আহবান জানান। অসহায়দের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরীব অসহায় মানুষগুলোর এগিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।