Can't found in the image content. অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ১৬, ২০২৪

অযোধ্যায় রামমন্দিরের কাছে কেন বাড়ি করছেন অমিতাভ?

অমিতাভ বচ্চন

আগামী ২২ জানুয়ারির দিকে তাকিয়ে আছে গোটা ভারত। ওই দিন রামমন্দিরের উদ্বোধন হবে। ফলে গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। দেশটির সব লোকজনকে ইতোমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি উদ্বোধন করবেন। 

মন্দিরের উদ্বোধনে হাজির হতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশটির বিভিন্ন প্রান্তের ভক্তরা। এর মধ্যে সাধারণ দর্শনার্থীরা যেমন থাকছেন, তেমনি রামমন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। সেই তালিকায় অমিতাভ বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, রণবীর কপূর, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত-সহ দক্ষিণী তারকা যশ-প্রভাসরাও রয়েছেন। 

একদিকে যখন রামমন্দির নিয়ে জোর আলোচনা, ঠিক সেই সময় অযোধ্যায় সরযূ নদীর পারে জমি কিনে ফেললেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউড শাহেনশাহ।

আনন্দবাজার জানিয়েছে, অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ অযোধ্যা তার খুব পছন্দের একটা জায়গা। তিনি জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। তার মতে, ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়। শুধু তা-ই নয় এই স্থানটিকে ‘গ্লোবাল স্পিরিচুয়াল ক্যাপিটাল’ আখ্যা দিয়েছেন অমিতাভ। 

খবরে বলা হয়েছে, সাড়ে ১৪ কোটি টাকায় সেখানে জমি কিনেছেন ‘বিগ বি’। যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন অভিনেতা, সেটি প্রায় ১০ হাজার বর্গফুট হতে পারে।