ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিশ্চিত করেছেন দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের জিরো পয়েন্ট থেকে পুলিশ বক্সের পাশ এলাকা ঘুরে কিছু পণ্যবাহী ট্রাককে পারাপারের অপেক্ষায় আটকে থাকার চিত্র দেখা যায়।
ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা বাজার এলাকায় চলাচলকারী অটোচালক ফেরদৌস শেখ বলেন, ভোর থেকেই ঘন কুয়াশা আর শীতের ঠাণ্ডা বাতাসে পাশের কিছুই দেখার উপায় নেই। কুয়াশায় রাস্তাঘাটে মানুষ কমে যাওয়াতে ভাড়া একেবারে নেই বলে জানান।
এ বিষয়ে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন বলেন, দৌলতদিয়া প্রান্তের ৩, ৪, ৭-এ তিনটি ফেরিঘাটে চলাচলের জন্য ১৫টি ফেরি বহরে রয়েছে। এ ফেরিগুলো দিয়ে যাত্রী, দূরপাল্লার বাস ও ট্রাক পারাপার করা হচ্ছে বলে জানান।