ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আমতলীতে সেনাবাহিনী কম্বল পেল তিন শতাধিক অসহায় মানুষ!

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১১, ২০২৪

আমতলীতে সেনাবাহিনী কম্বল পেল তিন শতাধিক অসহায় মানুষ!
বরগুনার আমতলীতে শীতার্তদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তিন শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।   

আজ বুধবার বেলা ৩টার দিকে আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট এর সিও লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল ফয়সাল (পিএসসি,জি)। 

ওই কম্বল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মেজর মইনুল আরেফিন (পিএসসি), আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হায়াতুজ্জামান মিরাজ, ইউপি সদস্যবৃন্দ ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

আমতলী সদর ইউনিয়নের ৩০০ শতাধিক অসহায়, দুঃস্থ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধিদের প্রত্যেককে একটি করে কম্বল দেওয়া হয়।