Can't found in the image content. আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ইসির | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

সাতক্ষীরা-১ আসন

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ইসির

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জানুয়ারী ৬, ২০২৪

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ইসির
সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার (৫ জানুয়ারি) কমিশনের উপসচিব (আইন) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য কলোরোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ফিরোজ আহম্মেদ স্বপন তার নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ব্যতীত অন্য দলের ভোটাররা কেন্দ্রে যাবে না। তারা যদি ভোটকেন্দ্রে যায় একটা গণ্ডগোল বাধবে। আমার কর্মীরা যদি দেখে তারা নৌকায় ভোট দেয়নি তাহলে আরেকটা ঝামেলা হবে। তার চেয়ে তারা কেন্দ্রে যাবে না। আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি তাদের কোনো ক্ষতি হবে না। তার এই বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন।

এছাড়া চিঠিতে, সাতক্ষীরা পুলিশ সুপারকে এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর কথা বলা হয়।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।