দিনাজপুরের ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কে চার্জার চালিত ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় নাবাবগঞ্জ উপজেলার ফুলবাড়ী-আফতাবগঞ্জ সড়কের ঠসার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী আলমগীর পার্বতীপুর উপজেলার আমবাড়ী কাজিপাড়া অসুরকোট গ্রামের মৃত রুহুল আমিন এর ছেলে, তিনি একজন ব্যাবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঔষধ ব্যাবসায়ী আলমগীরসহ দুজন মটর সাইকেল যোগে আফতাবগঞ্জ বাজারে যাওয়ার পথে, ঠসার মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার্জার চালিত রিক্সা-ভ্যান সজরে মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সুযোগে ভ্যানচালক ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা মটরসাইকেল আরোহী আলমগীর কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাওহিদুল ইসলাম বলেন, নিহতের সুরতহাল করা হয়েছে। তার মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরন হয়েছে। নিহতের স্বজনরা এসেছেন। তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।