Can't found in the image content. আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে: শাকিব খান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে: শাকিব খান

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪

আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে: শাকিব খান
‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গত বছরটি যেন নতুন করে শুরু করেছেন শাকিব খান। বছরজুড়েই ওই সিনেমাসহ নানা কারণে আলোচনায় ছিলেন এই সুপারস্টার। কাজগুলো তাকে যেমন আলোচনায় রেখেছে। ক্যালেন্ডার পরিবর্তন হয়ে একটি বছর চলে গিয়ে আসে আরেকটি নতুন বছর। নতুন বছর ঘিরে শোবিজ তারকারাও থাকে খবরের শিরোনামে।

নতুন বছর ঘিরে প্রত্যাশার শেষ নেই তারকাদের। কেউ সদ্য গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর পুনরাবৃত্তি করতে চান না। আর কাজে ভিন্নতাও আনতে চান কেউ কেউ। তেমনই নতুন বছর নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

তিনি বলেন, গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। 

শাকিব আরও বলেন, সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।