Can't found in the image content. সন্ধ্যা ৬টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশে কড়াকড়ি আরোপ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সন্ধ্যা ৬টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশে কড়াকড়ি আরোপ

রাজধানী ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩

সন্ধ্যা ৬টার পর ঢাবি ও হাতিরঝিলে প্রবেশে কড়াকড়ি আরোপ
আর দুদিন পরই শুরু হচ্ছে ইংরেজি নববর্ষ। এর আগে ২০২৩ সালকে বিদায় জানাতে ৩১ ডিসেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হবে থার্টিফাস্ট নাইট। ওই রাতে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আনন্দ-উৎসবের পাশাপাশি অনেক উচ্ছৃঙ্খল ঘটনাও ঘটে। এসব কারণে ইংরেজি নববর্ষে প্রকাশ্য কোনো সভা-জমায়েত বা উৎসব করা যাবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাছাড়া অনাকাঙ্ক্ষিক পরিস্থিতি এড়াতে কাল সন্ধ্যা ৬টার পর হাতিরঝিলে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ডিএমপি।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন বেশ কিছু নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিএমপির ওই নির্দেশনায় বলা হয়, উন্মুক্ত স্থানে নাচ-গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না; আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বা কেনাবেচা করা যাবে না; হাতিরঝিলে সন্ধ্যা ৬টার পর কেউ অবস্থান করতে পারবে না। দর্শনার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হাতিরঝিল ত্যাগ করতে হবে।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে...
ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের সভা-জমায়েত বা উৎসব করা যাবে না।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীরা ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তন করবেন এবং রাত ৮টার পর প্রবেশের ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পর বহিরাগতরা প্রবেশ করতে পারবে না। তবে এসব এলাকায় বসবাসরত নাগরিকরা নির্ধারিত সময়ের পর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ (কাকলী ক্রসিং) এবং মহাখালী আমতলী ক্রসিং দিয়ে পরিচয় প্রদান সাপেক্ষে প্রবেশ করতে পারবে।

একই সময়ের মধ্যে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যারা বসবাস করেন না, তাদের ওসব এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না এবং আবাসিক হোটেলগুলো সীমিত আকারে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে।

এছাড়াও ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না বলেও জানানো হয়েছে।