Can't found in the image content. ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রান গেল পশু হাসপাতালের মাঠকর্মীর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রান গেল পশু হাসপাতালের মাঠকর্মীর

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩

ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রান গেল পশু হাসপাতালের মাঠকর্মীর
দিনাজপুরের ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটোরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৩৮) নামে এক পশু হাসপাতালের মাঠকর্মীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় নিহতের বোন জামাই সহযাত্রী আবু তাহের (৫২) আহত হয়।

শুক্রবার বিকেল আড়াইটায় উপজেলার জয়নগর এলাকার শরর্মিলি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবিউল ইসলামের ছেলে। তিনি উপজেলা পশু হাসপাতালের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের লাইভস্টোক সার্ভিস প্রোভাইডার (এল এসে পি) মাঠকর্মী ছিলেন।

ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়,মমিনুল ইসলাম পার্শবর্তী বিরামপুর উপজেলায় তার বড় বোনের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার বিকেল আড়াইটার দিকে বিরামপুর থেকে ফুলবাড়ী তার নিজ বাড়ীতে আসার উদ্দেশ্যে বোন জামাই আবু তাহের সহ একটি ডায়াং ৮০সিসি মোটোরসাইকেল যোগে রওনা দেন। মোটোরসাইকেলটি ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানের শরর্মিলি ফিলিং স্টেশনের সামনে এলে, একই দিক থেকে আসা অজ্ঞাত একটি মালবাহী ট্রাক সাইড নেওয়ার সময় পিছন দিক থেকে ধাক্কা দেয়।এসময় তারা সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকটি মমিনুল ইসলাম কে চাপা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ সহ ফায়ারসার্ভিস এর একটি টিম মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেস্টা চলছে,এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে।