Can't found in the image content. ঝগড়াঝাটি মিটিয়ে ফেলা হবে আমাদের প্রথম কাজ: সেলিম ওসমান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ঝগড়াঝাটি মিটিয়ে ফেলা হবে আমাদের প্রথম কাজ: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

ঝগড়াঝাটি মিটিয়ে ফেলা হবে আমাদের প্রথম কাজ: সেলিম ওসমান
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন, এলাকার উন্নয়নে আমি দেড় ঘণ্টা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে বৈঠক করেছি। আমি বলেছি সিটির উন্নয়নে তোমার কী সহযোগিতা লাগবে। আমার ছোট বোন আইভী বলেছেন, অনেক দিন একসঙ্গে বসি না। আপনি যদি পাশে থাকেন, আমাদের প্রথম কাজ হবে নারায়ণগঞ্জের সব ঝগড়াঝাটি মিটিয়ে ফেলা ও নিজেদের মধ্যে কোন্দল দূর করা। আমরা টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব। 

রোববার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড বন্দরের চৌরাপাড়া এলাকায় নির্বাচনি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় সেলিম ওসমান আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। 

জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, আওয়ামী লীগ নেতা শাহ আলম, ফয়েজ আহমেদ, আল আমিন এ সময় উপস্থিত ছিলেন।