Can't found in the image content. আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত- ১ আহত-১৫ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ |

EN

আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত- ১ আহত-১৫

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩

আমতলীতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত- ১ আহত-১৫
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার আফজাল। (৩৫) ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। আহতরা আমতলীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আমতলী চৌরস্তা থেকে বিসমিল্লাহ পরিবহন (ঢাকা মেট্ট্রো-ব-১১-৩৮৮৪) নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী বোঝাই করে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি ওই সড়কের ঘটখালী বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে উল্টে পরে পড়ে বাসের হেলপার আফজাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয় ও বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়েছে। 

আহতরা হলেন তহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ও ফারজিন কবির শিফা (১৬) ৮ জনের নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। তারা পটুয়াখালী এবং স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।