দিনাজপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আওতায় কিন্ডার গার্ডেন বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা সোমবার পর্যন্ত চলবে।
২০০৮ সাল থেকে এই অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ এই তিন উপজেলার ১৬টি স্কুলের ৪৫০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরীক্ষা পরিচালনা করছেন দিনাজপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্র সচিব গনেশ চন্দ্র সাহা,সহকারী সচিব রফিকুল ইসলাম হেলাল এবং আইয়ুব আলী। অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সহকারী অধ্যাপক আলতাব হোসেন স্বপন ও সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহ আখতারুজ্জামান।
দিনাজপুর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্র সচিব গনেশ চন্দ্র সাহা জানান, শতকরা ১০ ভাগ হিসেবে ৩টি গ্রেডে ট্যালেন্টপুল, সাধারণ গ্রেড ও স্পেশাল গ্রেডে এই বৃত্তি নেয়া হচ্ছে। বৃত্তি হিসেবে সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ বৃত্তি প্রাপ্তদের দেয়া হয়। এতে করে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হয় এবং তারা উৎসাহিত হয়।
ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা.তোজাম্মেল হোসেন বলেন, আমার স্কুলে এরকম একটি কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা হচ্ছে, এমন একটি পরীক্ষার ভেনু দিতে পেরে আমাকেও ভালো লাগছে।
এদিকে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এসময় তিনি জানান, ক্ষুদে শিক্ষার্থীদের এমন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের উৎসাহিত করবে।
ফুলবাড়ী, নবাবগঞ্জ, পার্বতীপুর ৩টি উপজেলার শিক্ষার্থীরা ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আমাদেরও ভালো লাগছে পরীক্ষা কেন্দ্রের এমন একটি ভেনু দিতে পেরে। আমি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করছি।
দিনাজপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় যেসব স্কুল অংশগ্রহণ করছেন তাদের মধ্যে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ফুলবাড়ী,জননী শিশু উদ্যান কেজি স্কুল পার্বতীপুর, ঢেড়ের হাট কিন্ডার গার্ডেন স্কুল পার্বতীপুর, মধ্যপাড়া কলেজিয়েট কিন্ডার গার্টেন স্কুল পার্বতীপুর, মধ্যমনি কিন্ডারগার্টেন স্কুল পার্বতীপুর, হাসনা ইউসুফ প্রি ক্যাডেট স্কুল পার্বতীপুর, ব্রাইট ফিউচার একাডেমি পার্বতীপুর, ফুলবাড়ী ক্যাডেট একাডেমী ফুলবাড়ী, বিএনএন মাল্টিমিডিয়া প্রি ক্যাডেট স্কুল ফুলবাড়ী, চাইল্ড কেয়ার গার্টেন স্কুল ফুলবাড়ী, হোসনেয়ারা ক্যাডেট স্কুল ফুলবাড়ী,শিশু কানন প্রি ক্যাডেট স্কুল ফুলবাড়ী, ফুলবাড়ী আদর্শ বিদ্যাপীঠ ফুলবাড়ী, ইউনিটি প্রি ক্যাডেট স্কুল ফুলবাড়ী, পরশ চাইল্ড কেয়ার মডেল স্কুল ফুলবাড়ী,বেগম আলতাফুন্নেসা মাল্টি মিডিয়া প্রি ক্যাডেট স্কুল ফুলবাড়ী, হোসনেয়ারা মেমোরিয়াল কেজি স্কুল নবাবগঞ্জ, হিলির ডাঙ্গা সেমি ইংলিশ মিডিয়াম কেজি স্কুল নবাবগঞ্জ, ভাগলপুর নতুন কুড়ি ক্যাডেট স্কুল ভাগলপুর, নবাবগঞ্জ।