Can't found in the image content. টেকনাফে প্রশাসন ও রাজনৈতিকসহ স্বেচ্ছাসেবী সংগঠনের বিজয় দিবস পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে প্রশাসন ও রাজনৈতিকসহ স্বেচ্ছাসেবী সংগঠনের বিজয় দিবস পালিত

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩

টেকনাফে প্রশাসন ও রাজনৈতিকসহ স্বেচ্ছাসেবী সংগঠনের বিজয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় টেকনাফে শনিবার মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষ্যে টেকনাফ উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক, সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। টেকনাফ উপজেলা প্রসাশন কর্তৃক গৃহীত কর্মসূচির মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী- বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্বরণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং শিক্ষার্থীদের শরীর চর্চা প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ইউএনও মো. আদনান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. উসমান গনি, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক। এরপর অংশ নেওয়া বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বাংলাদেশ ফায়ার সার্ভিস, টেকনাফ এজাহার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মলকাবানু উচ্চ বিদ্যালয়, কমপ্লেক্স আদর্শ কেজি স্কুল, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ মাহমদিয়া রিয়াদুল জান্নাহ দাখিল মাদরাসা, বর্ডার গার্ড পাবলিক স্কুল, মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুভেচ্ছা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, মুক্তিযুদ্ধা এম এ জহির আহমদ প্রমুখ। পুরো অনুষ্ঠান টি উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার পরিচালনা করেন। 

টেকনাফ প্রেস ক্লাবঃ টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পন করেন সদস্য আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ কবির, সাইফুদ্দিন মামুন, ওবায়দুল হক নয়ন প্রমুখ।

এছাড়া টেকনাফ উপজেলা আওয়ামী লীগ, টেকনাফ উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি, টেকনাফ উপজেলা জাতীয় পার্টি, টেকনাফ মডেল থানা, মানবাধিকার সংগঠন ও সরকারি বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পন করে।