খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান বিজয় দিবস পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
১৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, উপজেলা যুব লীগের সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবদুস সোবাহান,
উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, যুগ্ম সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।