Can't found in the image content. মাহবুব আলী-ব্যারিস্টার সুমনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

হবিগঞ্জ-৪ মাধবপুর - চুনারুঘাট আসন

মাহবুব আলী-ব্যারিস্টার সুমনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস

হবিগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

মাহবুব আলী-ব্যারিস্টার সুমনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হবিগঞ্জ-৪ আসনে ভোট নিয়ে আলোচনা হয়ে উঠেছে জমজমাট। এ আসনের নয় প্রার্থীর মাঝে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব আলী ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মাঝে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। মাহবুব আলীর রয়েছে চা শ্রমিকদের ভোট ব্যাংক আর সৈয়দ সায়েদুল হক সুমনের রয়েছে তরুণদের মাঝে জনপ্রিয়তা।

হবিগঞ্জ-৪ আসনে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এ আসনে।

তবে আওয়ামী লীগ প্রার্থী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়া স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত। ভোটাররা বলছেন, তাদের মধ্যে হবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা।

চা বাগান শ্রমিকদের কাছে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব আলী জনপ্রিয়। তাঁর সমর্থকেরা বলছেন, 'আমাদের পূর্ব পুরুষেরা সব সময়ই নৌকা মার্কায় ভোট দিয়ে আসছে, আমরাও নৌকাতেই ভোট দেব।'

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তিত্ব সৈয়দ সায়েদুল হক জনপ্রিয় তরুণদের কাছে। ব্যারিস্টার সুমনের সমর্থকেরা বলছেন, জনগণের কাছে জনপ্রিয়তার জায়গা থেকে বিবেচনায় ব্যারিস্টার সুমন ৮৫ শতাংশ ভোট পাবেন।

আসনটিকে নিজেদের ঘাঁটি দাবি করে আবারও জয়ের আশা আওয়ামী লীগ নেতাদের।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেন, 'আমাদের এখানে ভোটের হিসাব আছে। এখানে চা বাগানে রয়েছে চা শ্রমিকরা। এ সরকারে আমলে বেনিফিসারি তারা। তারা সব সময়ই নৌকায় ভোট দিয়ে আসছেন। দীর্ঘ ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটি আওয়ামী লীগের আসন, নৌকা বিজয়ী হবে।'

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ৭২০ জন।