Can't found in the image content. ব্যালেট পেপারে আগেই সিল, ভোটগ্রহণ স্থগিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ব্যালেট পেপারে আগেই সিল, ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ২৮, ২০২১

ব্যালেট পেপারে আগেই সিল, ভোটগ্রহণ স্থগিত
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে নান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা এবং আপেল প্রতীকের পক্ষে প্রকাশ্যে সিল মারাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক আবদুল হাই জানান, দুই পক্ষের সামান্য ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌরসভা, রায়পুর ও রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিকে গতকাল রাতে রামগঞ্জের ভাদুড় ইউনিয়ন থেকে অস্ত্রসহ ৩১ জনকে আটক করে র‌্যাব।