Can't found in the image content. বিয়ের পরদিনই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পরমব্রত, কারণ জানালেন পিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

বিয়ের পরদিনই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পরমব্রত, কারণ জানালেন পিয়া

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩

বিয়ের পরদিনই স্ত্রীকে নিয়ে হাসপাতালে পরমব্রত, কারণ জানালেন পিয়া
কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে টালিউড অভিনেতা পরমব্রতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পিয়া চক্রবর্তী নামের এক সমাজকর্মী।  

গত সোমবার (২৭ নভেম্বর) বিয়ের হয় তাদের।

তবে বিয়ের পরদিনই পিয়াকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় পরমব্রতকে।
এ নিয়ে শুরু হয় নানান জল্পনা। কি হলো পরমব্রতপত্মীর! বিয়ের পর যেখানে হানিমুনের পরিকল্পনা চলবে সেখানে যেত হলো হাসপাতালে!

এ দম্পতি ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন আগেই কিডনিতে পাথর ধরা পড়ে পিয়া চক্রবর্তীর। এ নিয়ে সামাজিকমাধ্যমে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন বিয়েটা শেষ হলে পরে সময় বুঝে অপারেশন করাবেন। কিন্তু বিয়ের রাতেই কষ্ট বাড়ে তার। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক বেসরকারি হাসপাতালে অপারেশন হয় পিয়ার।  

অপারেশনের পরদিনই বাড়ি ফেরেন পিয়া। সুস্থ আছেন জানিয়ে পোস্টও দেন এ সমাজকর্মী। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দিনের ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করেন পিয়া।  

তার কয়েক ঘণ্টার পরের পোস্টেই পিয়া লেখেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছি এবং পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর অপেক্ষায় রয়েছি। অত্যন্ত কৃতজ্ঞ যে ভালবাসা ও উষ্ণতা পেয়েছি সকলের থেকে। সবশেষে ফরাসি ভাষায় লেখেন 'অনেক অনেক ধন্যবাদ'।  

প্রসঙ্গত, অনুপম রায়ের সঙ্গে পিয়ার ছয় বছরের সংসার ছিল। সেই সংসারে ভাঙনের ঝড় আসে ২০২১ সালে। দুজনেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

তখনই গুঞ্জন ওঠে, পিয়ার সঙ্গে পরমব্রতের প্রেম রয়েছে। কেউ কেউ এমনটাও বলেন, সেই প্রেমের কারণেই অনুপমের সঙ্গে পিয়ার সংসার ভেঙেছে। তবে তখন পিয়া-পরম দুজনেই সাফ জানিয়েছেন, তারা কেবলই বন্ধু। কিন্তু দুই বছর পর সেই গুঞ্জনই সত্যি হলো। প্রেমের স্বীকারোক্তি নয়, সোজা মালাবদল করেছেন পিয়া ও পরমব্রত।