Can't found in the image content. সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০১৭ সালে যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান।

২০১৫ সালে মেয়র নির্বাচিত হন আনিসুল হক। রাজধানীকে পরিচ্ছন্ন করার কিছু উদ্যোগ নিয়ে প্রশংসিত হন তিনি।

ডিএনসিসির সাবেক মেয়র প্রয়াত আনিসুল হক ১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালীর কবিরহাটে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে তিনি সপরিবারে লন্ডনে যান। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিকের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।