Can't found in the image content. ঘরে রাজমিস্ত্রির লাশ, নেপথ্যে স্ত্রীর পরকীয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঘরে রাজমিস্ত্রির লাশ, নেপথ্যে স্ত্রীর পরকীয়া

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ২৭, ২০২১

ঘরে রাজমিস্ত্রির লাশ, নেপথ্যে স্ত্রীর পরকীয়া
পিরোজপুর পৌরসভার ভাইজোড়া নামক স্থান থেকে এনামুল শেখ (৩৮) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাড়া বাড়ি থেকে আঘাতপ্রাপ্ত এনামুলকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে।

নিহত এনামুল শেখ (৩৮) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মোতালেব শেখের ছেলে। রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি তিনি পিরোজপুর শহরে একটি চায়ের দোকান চালাতেন। তিনি সাত মাস আগে শহরে সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কবির সিকদার জানান, নিহত এনামুলের স্ত্রী রেশমার সঙ্গে তার দেবরের পরকীয়া ছিল।

রাতে এনামুলকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগে স্থানীয়রা রেশমা এবং তার দেবর রাকিবকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছেন। শুধু তাই নয় দুই মাস আগে রেশমা তার দেবরের সঙ্গে ১৫ দিন অন্যত্র ছিলেন বলেও জানান কবির।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় মজুমদার জানান, এনামুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত এনামুলের স্ত্রী রেশমাকে থানায় আনা হয়েছে। তবে এ ব্যাপারে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।