Can't found in the image content. গৌরনদীতে একই পরিবারের পাঁচজনের ইসলাম গ্রহন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গৌরনদীতে একই পরিবারের পাঁচজনের ইসলাম গ্রহন

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ২৭, ২০২১

গৌরনদীতে একই পরিবারের পাঁচজনের ইসলাম গ্রহন

ইসলাম ধর্মের প্রতি ভাল লাগা থেকে খ্রীস্টান ধর্ম ত্যাগ করে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের খ্রীষ্টানপাড়ার একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

 

ইসলাম গ্রহনকারীরা হলেন- কলাবাড়িয়া খ্রীষ্টানপাড়ার মৃত জুনাষ রায়ের কনিষ্ঠ ছেলে কাঠমিস্ত্রি মিস্টার ছিন্টু রায় (৪৫) তার স্ত্রী লিন্ডা রায় (৩৫) পুত্র ভিক্টর রায়, এডমন্ড রায় (১৩) কন্যা উর্মী রায় () তাদের প্রত্যেকেরই ইসলামি নাম রাখা হয়েছে। এরমধ্যে ছিন্টু রায়ের নাম পরিবর্তন করে সেন্টু ইসলাম খলিফা, তার স্ত্রী লিন্ডা রায়ের নাম আয়েশা খলিফা, পুত্র ভিক্টর রায়ের নাম তামিম ইসলাম খলিফা, এডমন্ড রায়ের নাম রিয়াজুল ইসলাম খলিফা উর্মী রায়ের নাম পরিবর্তন করে উর্মী ইসলাম খলিফা রাখা হয়েছে।

 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে নওমুসলিম সেন্টু ইসলাম খলিফা জানান, দীর্ঘদিন যাবত বিভিন্ন ওয়াজ নছিহত শুনে ইসলামি বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহনের সিদ্ধান্ত নেই।

 

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ নবেম্বর) প্রথমে স্থানীয় ইমামের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করি। একইদিন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ এনায়েত উল্লাহ্ আদালতে উপস্থিত হয়ে ইসলাম গ্রহনের বিষয়ে এ্যাফিডেফিট সম্পন্ন করা করা হয়। ইসলামি আদর্শ নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

 

এবিষয়ে নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, নওমুসলিমদের কোন প্রকার সাহায্যে সহযোগিতার প্রয়োজন হলে তা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা করা হবে।