Can't found in the image content. টেকনাফে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, নভেম্বর ১৭, ২০২৩

টেকনাফে ৩ লাখ ৮০  হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফে ৩ লাখ ৮০  হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় কোন পাচারকারী কে আটক করা সম্ভব হয়নি। 

শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১১ টারদিকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) মিয়ানমার থেকে এদেশে মাদক ইয়াবার একটি চালান প্রবেশের গোপন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান পরিচালনা করে ওই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করতে সক্ষম হন।

তিনি আরো জানান- টেকনাফ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ১ কিঃ মিঃ উত্তর দিকে আলুগোলা স্লুইচ গেইট নামক এলাকায় বেড়িবাঁধের আঁড় নিয়ে কৌশলে অবস্থান করে বিজিবি টহলদল। এসময় রাত আটটার দিকে টহলদল ৪ জন ব্যক্তিকে কয়েকটি প্লাষ্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে এদেশের সীমানায় আলুগোলা স্লুইচ গেইটের দিকে আসতে দেখে। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মাথায় থাকা বস্তাগুলো ফেলে দৌড়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 
চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।