বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে বরগুনার উপকূল জুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে রাত পর্যন্ত অব্যাহত রয়েছে। আকাশ মেঘলা থাকায় সারা দিন একবারও রোদের দেখা মেলেনি।
বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহবায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টি সবমিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বরগুনায় কোন আবহাওয়া অফিস না থাকায় স্থানীয়রা সঠিক সময় সঠিক সংকেত পাচ্ছি না।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরগুনা উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে নিরাপদে থেকে চলাচল করতে বলা হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। সংকেত বাড়লে মাইকিং ও অন্যান্য প্রচার প্রচারনার কাজ শুরু করবো।
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত সাড়ে ৯ টার দিকে জরুরী সভা ডাকা হয়েছে।