বরগুনায় নাশকতার পরিকল্পনার সন্দেহে মুহাঃ রুহুল আমীন নামের এক আইনজীবীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেফতারকৃত এ আইনজীবী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও জেলা আইনজীবী সমিতির সদস্য বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল বারেক।
এ বিষয় তিনি বলেন, নাশকতার পরিকল্পনার সন্দেহে আইনজীবী মুহাঃ রুহুল আমীনকে বরগুনা শিল্পকলা একাডেমির সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে সংশ্লিষ্ট অভিযোগে আরেক আইনজীবী আবদুল ওয়াসিম মতিনকে গ্রেফতার করা হয়। তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয় ওসি বলেন, নাশকতা পরিকল্পনার সন্দেহে গ্রেফতার দুই আইনজীবীকে আদালত কারাগারে পাঠিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনা সদর থানার পুলিশ সবসময় তৎপর রয়েছে।
এ বিষয় বরগুনা জেলা আইনজীবী সমিতি থেকে কোন বক্তব্য পাওয়া না গেলেও জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক বলেন, আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের পর আইনজীবীদেরকেও এখন হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের পর আইনজীবীরাও ঘরছাড়া অবস্থা এখন।