Can't found in the image content. নবাবগঞ্জে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

নবাবগঞ্জে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরণ

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

নবাবগঞ্জে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসুচীর আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মুগডাল ফলের বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার সহ আরও অনেকেই বক্তব্য দেন। উপজেলায় মোট ৫ হাজার ৪৬০ জন কৃষক এ কৃষি প্রনোদনা পাবেন। বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত  উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ভবনের উদ্বোধন করেন।