ফিলিস্তিনির উপর দখলদার ইসরায়েলদের আগ্রসন ও বর্বরোচিত হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারার কেন্দুয়াতে তাওহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও ইসরায়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।
বুধবার(৮ নভেম্বর২৩)ইং বিকেলে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে জামিয়া দারুসুন্নাহ কওমী মহিলা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে ধনবাড়ী-টাঙ্গাইল-সরিষাবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক সহ কেন্দুয়া বাজারের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল শেষে সন্ধ্যায় বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জামিয়া দারুসুন্নাহ কওমী মহিলা মাদ্রাসা’র মুহ্তামিম মাওলানা শরীফ আহমাদ, আল-আরাফাহ্ নূরানী মাদ্রাসার পরিচালক মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো: মিনহাজ উদ্দিন, সততা প্লাস’র ব্যবস্থাপনা পরিচালক রাসেল রানা, সমাজ সেবক হারুন অর রশিদ হীরা, ব্যবসায়ী মঞ্জু মিয়া, মো: মমিনুল ইসলাম ও মেহেদী হাসান পাপ্পু মিয়া প্রমূখ।
সমাবেশে ইসরায়েলি বাহিনীর হামলাকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে বক্তারা সারা বিশে^র মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান। বিক্ষোভ শেষে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়।