দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে চারটি পরিবারের বাড়ী-ঘর পুড়ে ছাই হয়েছে,কোন রকম ভাবে জিবন নিয়ে বেচেঁ বের হয়েছে ওই পরিবারের সদস্যরা।
সোমবার ভোর রাতে ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের দুটি ইউনিট এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ মৃত রফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম বলেন, তারা ঘুমিয়ে থাকা অবস্থায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা আগুন দেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে পড়ে, স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে, তারা এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নেভায়। এরই মধ্যে তারাসহ(বিউটি বেগমের), বিউটি বেগমের মেয়ে সান্তনা বেগমের ঘর, তাদের প্রতিবেশি মৃত নয়া মিয়ার ছেলে সমবাবু ও সারুক মিয়ার ঘরবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। সান্তনা বেগম বলেন, তাদের পরে থাকা পোশাকটি ছাড়া, ঘরে থাকা আসবাবপত্র, পোষাক, খাবার ও নগদ টাকা সবই আগুনে পুড়ে গেছে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন তার ব্যাক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে শীত বস্ত্র সহ কিছু অর্থিক সহায়তা পৌছে দেন।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক যোগে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়। তিনি বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুন শুরু হয়েছিল। এতে ৫০ হাজার টাকার অধিক মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।