ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বরগুনা প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ৫, ২০২৩

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সঞ্চালনায় ও পুলিশ সুপার মো. আবদুস ছালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।


এসময় বিশেষ অতিথি হিসেবে বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মৃধা, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন,  কেওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধান ভরসাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতায় বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি সহ বিভিন্ন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিকনির্দেশনা দেন।