ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ধনবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শনিবার, নভেম্বর ৪, ২০২৩

ধনবাড়ীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

ধনবাড়ী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার(৪ নভেম্বর২৩)ইং সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ  থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুশুদ্দি বঙ্গবন্ধু মডেল গ্রামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক ইকবাল হোসেন তালুকদার প্রমূখ।