ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

আজও শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩

আজও শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া
বেতন বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করছে গাজীপুর, আশুলিয়া ও সাভারের পোশাক শ্রমিকরা। সোমবার এক শ্রমিকের মৃত্যুর জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত। আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে আজও। এরই মধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের বিক্ষোভ হয়। বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। কর্মবিরতি পালন করে বিক্ষোভ করতে থাকে বেশ শ্রমিকরা। বিক্ষোভের মুখে সেগুলোতেও ছুটি ঘোষণা করা হয়। 

এর আগে সোমবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। সাইনবোর্ড এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় তারা। কোনাবাড়ি থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধের চেষ্টা করে শ্রমিকরা। পুলিশ বাঁধা দিলে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের হামলায় আহত হন রাসেল হাওলাদার নামে এক শ্রমিক। পরে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। 

এদিকে, কোনাবাড়িতে এবিএম ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।