Can't found in the image content. মধপুরে দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মধপুরে দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩

মধপুরে দিনব্যাপি তথ্যমেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে সোমবার তথ্যমেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন।

‘তথ্যই শক্তি, জানবো জনাবো দূর্নীতি রুখবো’ এই শ্লোগানে টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি তথ্য মেলা।  

সোমবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক - সনাক যৌথভাবে এই মেলার আয়োজন করে।

মেলায় সরকারি বেসরকারি ২৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের সেবা সংশ্লিষ্ট তথ্যসহ স্টল নিয়ে অংশ গ্রহণ করে। মেলা উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি মো. আব্দুল মালেক। বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সনাক সদস্য শিক্ষাবিদ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, টিআইবি মধুপুরের সমন্বয়ক জিনিয়া গেøারিয়া ¤্রং প্রমূখ। মেলায় বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষার্থী ও দর্শনার্থী অংশ নেন।