বাবার মৃত্যুর খবরে মেয়ের মৃত্যু হয়েছে। বাবার কবরের পাশেই দাফন করা হয় মেয়ে অজুফা কে। বাবা মেয়ের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের গোপিনাথপুর (বেলচুঙ্গী) গ্রামে। রবিবার(২৯ অক্টোবর২৩)ইং এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।
বৃদ্ধ বাবার মৃত্যুর খবর শুনে মেয়ে অজুফা (৩০) মারা গেছেন। রবিবার বিকালে বাবার এবং কিছুক্ষণ পরে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটে। মেয়ে অজুফা গোপিনাথপুর গ্রামের আশরাফের স্ত্রী।
গোপিনাথপুর (বেলচুঙ্গী) গ্রামের আফসার আলীর (৮০) স্বাভাবিক মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে মেয়ে অজুফা ছুটে এসে বাবার বাড়িতে জ্ঞান হারান। বাড়ির লোকজন তাকে দ্রæত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিদুল তাকে মৃত ঘোষণা করেন। এমন অস্বাভাবিক মৃত্যুতে পরিবার ও এলাকা নেমে এসেছে শোকের ছায়া। রোববার রাতেই বাবা ও মেয়ের মরদেহ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হয় মেয়ে অজুফা বেগম কে।
আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে বাবার বাড়ীতে এসে মেয়ে হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে মারা যান। অজুফার চাচাতো ভাইয়ের কাছে বিয়ে হওয়ায় বাবার মৃত্যুর খবর দ্রæত তার কানে পৌঁছলে তিনি জ্ঞান হারান। ঘটনাটি জানাজানি হলে হাজারো লোকজন ঐ বাড়ীতে ভিড় জমান। রাতেই বাবা মেয়ের জানাযা শেষে তাদের মরদেহ দাফন করা হয়।