দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ করাতকলে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে দুই করতকল মালিকে আট হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ২টায় উপজেলার বাসস্টান ও উত্তর সুজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
অভিযানকালে করাতকল লাইসেন্স বিধিমালা অমান্য করে অবৈধ্যভাবে করাতকল পরিচালনার অপরাধে করাতকল মালিক জিতেন্দ্রনাথ বর্মন কে ৫ হাজার টাকা ও হাফিজুল সরকার কে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় তাদের লাইসেন্স নবায়ন করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফুলবাড়ী বীট) শহিদুর রহমান,উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এএসআই) মাহাফুজার রহমান সহ ফুলবাড়ী থানার পুলিশ সদস্যগণ।
বনবিভাগ সুত্রে জানাগেছে,ফুলবাড়ী উপজেলায় মোট ৩৩টি করাতকল রয়েছে। এর মধ্যে ১১টি করাতকলের লাইসেন্স রয়েছে,বাকি ২২টি করাতকল লাইসেন্স বিহিন অবৈধ্য।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান,করাতকল লাইসেন্স বিধিমলা ২০১২ এর ৩ ধারা অমান্য করে অবৈধ্যভাবে করাতকল পরিচালনার অপরাধে একই বিধিমালার ১২ ধারায় দুই করাতকল মালিককে আট হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করা হয়েছে।
তিনি বলেন,কোন ব্যক্তি এ বিধিমালা লংঘন করলে তিনি ২ (দুই) মাস বা অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ড এবং ন্যূনতম ২ (দুই) হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবার বিধান রয়েছে।