Can't found in the image content. ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

ছবি: সংগৃহীত।

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

বাসচালক আনোয়ার হোসেন বলেন, 'বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে ওঠে। বাসটি তরা ব্রিজ অতিক্রম করলে তারা বাসের ৫০-৬০ যাত্রীকে নামিয়ে দেন।'

তিনি আরও বলেন, 'তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। কাউকে চিনতে পারিনি।'

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, 'এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। জেনে পরে জানাব।'